বিজ্ঞাপন

মেহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী রিটন

May 14, 2022 | 11:57 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মেহেরপুর: আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকারের জন্য গঠিত মনোনয়ন বোর্ডের সভায় মাহফুজুর রহমান রিটনকে মনোনীত করা হয়।

এছাড়াও মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের দলীয় প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপী ইউনিয়নে বোরহানউদ্দিন চুন্নু, নবগঠিত বারাদি ইউনিয়নে মোমিনুল ইসলাম ও শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। মেহেরপুর পৌরসভায় ৩৪ হাজার ৭৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৭৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৮ হাজার ১৫ জন।

মেহেরপুর পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে ১ হাজার ২৪৬ জন মহিলা ভোটার বেশি। মোট ভোটারের মধ্যে এক নম্বর ওয়ার্ডে রয়েছেন ৫ হাজার ২৯ জন। ২ নাম্বার ওয়ার্ডে ৩ হাজার ৫৩৩ জন। ৩ নং ওয়ার্ডে ২ হাজার ৯৬৬ জন। ৪ নং ওয়ার্ডে ৫ হাজার ১২৫ জন। ৫ নং ওয়ার্ডে ৩ হাজার ৪০১ জন। ৬ নং ওয়ার্ডে ১হাজার ৬৮২ জন। ৭ নং ওয়ার্ডে ৫ হাজার ১১২ জন। ৮ নং ওয়ার্ডে ৩ হাজার ০৫২ এবং ৯ নং ওয়ার্ডে ৩ হাজার ৭০২ জন ভোটার রয়েছেন। মেহেরপুর পৌরসভা মোট ২০ টি কেন্দ্রে ১২২টি কক্ষে ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন