বিজ্ঞাপন

‘পি কে হালদারকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’

May 14, 2022 | 7:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, পি কে হালদার ভারতে গ্রেফতার হওয়ার বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে জানামাত্র তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে দুদক কাজ করছে। অনেকে নামে-বেনামে দেশ থেকে টাকা পাচার করছে। তারা দেশের শত্রু।’

তিনি বলেন, ‘তাদের ধরে নিয়ে আসতে হবে। পি কে হালদারের মতো খারাপ লোকদের ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। এমন দুয়েকটি দৃষ্টান্ত হলে সেটি ভালো হবে।’

বিজ্ঞাপন

এদিকে খবরে জানা গেছে, শুক্রবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট শাখা পশ্চিমবঙ্গের দমদম, ২৪ পরগনাসহ ১০টি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের মধ্যে একজন পি কে হালদার বলে নিশ্চিত করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট সূত্র। অভিযানকারী দল জানায়, পি কে হালদার পশ্চিমবঙ্গে শিবশঙ্কর হালদার পরিচয়ে পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন