May 15, 2022 | 12:26 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে চেম্বার আদালতের বিচারপতি হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি সোমবার (১৬ মে) থেকে আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম সপ্তাহে তিন দিন চেম্বার জজ আদালতে বিচারকাজ পরিচালনা করবেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন শনিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তি জারি করেছে।
ঈদ ও সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ১৫ মে (রোববার) সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে। আগামীকাল (১৬ মে) থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
সারাবাংলা/কেআইএফ/এএম