বিজ্ঞাপন

সুযোগের অপেক্ষায় ছিলেন নাঈম

May 16, 2022 | 9:52 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নাঈম হাসানের টেস্ট অভিষেক ২০১৮ সালের নভেম্বরে। এতোদিনে টেস্ট খেলেছেন মাত্র ৭টি। বুঝাই যাচ্ছে একাদশে নিয়মিত জায়গা হয়নি তরুণ স্পিনারের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ১৫ মাস আগে। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্টেও হয়তো সুযোগ পেতেন না মেহেদি হাসান মিরাজ চোটে না পড়লে! সেই নাঈমেই বাজিমাত।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নাঈমের বোলিং পরিসংখ্যান ৩০-৪-১০৫-৬। ইনিংসের শুরুতে উইকেট পেয়েছেন, মাঝে পেয়েছেন আবার শেষেও পেয়েছেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর তরুণ স্পিনার জানালেন, নিজেকে প্রস্তুত রেখেছিলেন তিনি। ছিলেন সুযোগের অপেক্ষায়।

সোমবার (১৬ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ছয় উইকেট পাওয়া নাঈম। একাদশে নিয়মিত নিয়মিত সুযোগ না পাওয়া প্রসঙ্গে বললেন, ‘মিরাজ ভাই খুব ভালো খেলছিল, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করতেছিল, ওই জন্যই তো সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, অনুশীলন করে প্রস্তুতি নিয়ে রাখা, যেন যখন সুযোগ আসে তখন ভালো খেলতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিয়েছিলেন ৬১ রানে পাঁচ উইকেট। তাতে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার যে রেকর্ডে নাম উঠেছিল তা এখনো নাঈমের নামেই আছে। সব মিলিয়ে আগের সাত টেস্টে নিয়েছেন ২৫ উইকেট, ইকোনমি ২.৯৭। পরিসংখ্যান একদমই মন্দ না।তবু সুযোগ না পাওয়ার প্রশ্নে টিম ম্যানেজমেন্টের কোর্টে বল পাঠালেন নাঈম।

বিজ্ঞাপন

বলেছেন, ‘আসলে ওটা (সুযোগ পাওয়া) তো টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। সুযোগ পেলে খেলাটা আমার দায়িত্ব। টিম ম্যানেজম্যান্ট খেলাবে নাকি খেলাবে না এটা তো উনাদের সিদ্ধান্ত।’

টেস্টের দুদিন ধরেই বুদ্ধি খাটিয়ে বোলিং করতে দেখা গেছে নাঈমকে। সাকিব আল হাসানকে দেখা যাচ্ছিল তাকে নিয়মিত পরামর্শ দিতে। বাতাসে কখনো বল বেশি রেখেছেন, কখনো আবার ফ্লাইড দিয়েছেন কম। বিষয়টি সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলছেন নাঈম।

তিনি বলেন, ‘উইকেটটা খুব ভালো। ওখানে রান ছাড়া বল করার পরিকল্পনা ছিল ভালো জায়গায়। বেশি ফ্লাইট দিলে সমস্যা। আমি চেষ্টা করেছি কম ফ্লাইট দেওয়ার। গতকালকে একটু ফ্লাইট দিয়েছিলাম। আজ লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের ওপর বল করা। ওই অনুযায়ী বল করার চেষ্টা করেছি। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেবো, দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে আজ শ্রীলংকাকে ৩৯৭ রাানে থামিয়ে প্রথম ইনিংসে বিনা উইকেটে ৭৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন