বিজ্ঞাপন

‘সুস্থ প্রতিযোগিতা থাকলে ন্যায্যমূল্যে ভোক্তা সেরা পণ্য পাবে’

May 16, 2022 | 9:00 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাজারে প্রতিযোগিতা পরিপন্থী কোন অনুশীলন বা কারসাজি বিদ্যমান থাকলে সে বিষয়ে কমিশনকে অবগত করার আহ্বান জানিয়ে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা বিদ্যমান থাকলে ভোক্তা ন্যায্যমূল্যে উৎকৃষ্ট মানের পণ্য বা সেবা পাবে। আর অসুস্থ প্রতিযোগিতা থাকলে বাজারে অস্থিরতা তৈরি হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মে) বিকেলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে কমিশন কর্তৃক আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে ব্যবসায়ী সংগঠন সমূহের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের ব্যবসা বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ী থেকে ভোক্তা পর্যন্ত সকল স্তরের জনগণকে প্রতিযোগিতা আইন-২০১২ সম্পর্কে জানা খুব জরুরি।’ এছাড়াও তিনি সেমিনারে উপস্থিত সকলকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য প্রতিযোগিতা কমিশনকে সর্বাত্বক সহায়তা করার আহ্বান জানান।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন, অর্থনৈতিক টেকসই উন্নয়ন বাস্তবায়ন নিশ্চিতকরণে কমিশনের ভূমিকা, প্রতিযোগিতা আইন, ব্যবসা–বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিতকরণে ব্যবসায়ী সংগঠনগুরোর ভূমিকাসহ বিভিন্ন দিক সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন কমিশন সদস্য জি. এম সালেহ উদ্দিন।

বিজ্ঞাপন

সেমিনারের বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বাজারে সুস্থ প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং অন্যান্য দফতর/সংস্থাকে আহ্বান জানান। এছাড়া সেমিনারে উপস্থিত সকলেই দেশের ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতামূলক সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক প্রীতি চক্রবর্তী, নাসিবের সহ- সভাপতি মুহাম্মদ মুনির-উজ জামান। সেমিনের অন্যান্যের মধ্যে প্রতিযোগিতা কমিশনের সদস্যসহ গণমাধ্যমের প্রতিনিধি ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন