May 17, 2022 | 11:24 am
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সিলেট: সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের কানাইঘাটে সুরমা, জকিগঞ্জে অমলসীদ ও জৈন্তাপুরের সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানের ঢল অব্যাহত থাকার কারণে পানির বেড়ে চলা অব্যাহত রয়েছে। এতে করে পানি ঢুকেছে সিলেট নগরেও। সুরমার তীর উপচে, খাল দিয়ে পানি ঢুকে নগরের উপশহর, চালিবন্দর, দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
সারাবাংলা/এমও