বিজ্ঞাপন

হত্যাচেষ্টার ভিডিও আছে বলার পর ইমরান খানের মোবাইল চুরি

May 17, 2022 | 11:44 am

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে বিশাল জনসমাবেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন, তাকে হত্যার চেষ্টা চলছে। হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। এই সমাবেশ থেকে ফেরার পথে বিমানবন্দরে চুরি হয়ে গেছে তার মোবাইল ফোন দুটি।

বিজ্ঞাপন

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। তবে তিনি এও জানিয়েছেন, তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন, তা ওই ফোন দুটিতে পাওয়া যাবে না।

শাহবাজ অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এই সুযোগে তার মোবাইল ফোন দুটি চুরি হয়ে গেছে।

এর আগে শিয়ালকোটের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান দাবি করেন, তাকে হত্যার চেষ্টা চলছে। দেশের ভেতরে ও বাইরে বসে পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে রেখে দিয়েছেন। প্রয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন।

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন