বিজ্ঞাপন

হিলিতে সরকারিভাবে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন

May 17, 2022 | 3:51 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: হিলিতে চলতি বোরো মৌসুমে ন্যায্যমূল্যে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মে) দুপুরে খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

একজন কৃষকের কাছ থেকে ১ টন ধান কেনার মাধ্যমে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এসময় সেখানে ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি খাদ্য গুদামের তথ্যমতে, চলতি মৌসুমে হিলিতে কৃষকদের কাছ থেকে ৯৭৪ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন