বিজ্ঞাপন

করোনার প্রণোদনা পাচ্ছেন ৬৩ হাজার আইনজীবী

May 18, 2022 | 12:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনায় ক্ষতিগ্রস্ত দেশের ৮১টি আইনজীবী সমিতির ৬৩ হাজার ৫৬৭ জন সদস্যকে ৩ হাজার ৯৯ টাকা করে মোট ১৯ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ১৩৩ টাকা প্রণোদনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিলে দেওয়া এককালীন ২০ কোটি টাকার প্রণোদনা অর্থ ভাগ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিলের গত ১০ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক, করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী কর্তৃক বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিলে প্রদত্ত এককালীন ২০ কোটি টাকার প্রণোদনা অর্থ থেকে বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গঠিত নারী আইনজীবী কল্যাণ ফান্ডের অনুকূলে ৩০ লাখ টাকা দেওয়া হলো এবং অবশিষ্ট ১৯ কোটি ৭০ লাখ টাকা দেশের সকল আইনজীবী সমিতির নিয়মিত সকল সদস্যদের মধ্যে সমহারে ভাগ করা হবে। সেই মোতাবেক ৮১ আইনজীবী সমিতিতে তাদের নিয়মিত সদস্যদের সংখ্যা অনুযায়ী অর্থ বরাদ্দ করা হলো। বরাদ্দ অর্থের চেক অতি শিগগিরই সংশ্লিষ্ট আইনজীবী সমিতির কাছে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন