বিজ্ঞাপন

হজ নিবন্ধনের মেয়াদ বাড়ল

May 18, 2022 | 9:22 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হজযাত্রী নিবন্ধনে আরও চার দিন সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২২ মে পর্যন্ত নিবন্ধনের সময় পাবেন সরকারি-বেসরকারি উভয় পর্যায়ের হজযাত্রীরা। বুধবার (১৮ মে) মেয়াদ বাড়িয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। আরও বলা হয়, শনিবার (২১ মে) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহন করবে।

আগের নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৮ মে) নিবন্ধন শেষ হওয়ার কথা ছিলো। যা গত ১৬ মে শুরু হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজ রয়েছে। একটির মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আরেকটির মূল্য ৪ লাখ ৬২ হাজার টাকা। আর বেসরকারিভাবে একটি প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন