বিজ্ঞাপন

‘বাংলাদেশের সামর্থ্যের স্মারক পদ্মাসেতু’

May 19, 2022 | 3:35 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা জাতির স্বপ্ন পদ্মাসেতু। বিশ্বব্যাংক আমাদের অপবাদ দিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা করে। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি- সবাইকে এই পদ্মাসেতুর জন্য হেনস্তা হতে হয়েছিল। পরে কানাডার আদালতে আমরা নির্দোষ প্রমাণিত হলাম। শেখ হাসিনার সাহস-সততার সোনালি ফসল এই পদ্মাসেতু। বাংলাদেশের সামর্থের স্মারক এই পদ্মাসেতু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অহেতুক দোষ দেবেন না। চ্যালেঞ্জ করছি, শতভাগ সততার সঙ্গে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। পদ্মাসেতু হয়ে গেল মানুষ খুশি। ফখরুল সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়। মানুষ ভালো থাকলে বিএনপি নেতাদের মন খারাপ। ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মাসেতু সাড়ে ৬ থেকে ৭ মিনিটে চলে যাবেন। আর এমনি যেতে লাগে দুই থেকে আড়াই ঘণ্ড। আবার খরচের কথা বলেন?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুতে আগামী জুনে গাড়ি চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সময় দেবেন। আমরা তার সময় মতো পদ্মাসেতু উদ্বোধনের তারিখ সেতু বিভাগ থেকে প্রেস কনফারেন্স করে সারা জাতিকে জানিয়ে দেব।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা এসেছিলেন বলে আজ ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। অনেক দুর্ভোগ হয়েছে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত আসতে। বাস র‌্যাপিড ট্রানজিটের নিচের দিকের কাজ ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। সামনে আর দুর্ভোগ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। কাজ শেষের পথে।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘পদ্মাসেতুর ব্যয় নিয়ে মির্জা ফখরুল কথা বলেন, পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আমাজানের মত এরকম স্রোত আর কোনো নদীতে নেই। সাংঘাতিক খরস্রোতা নদী। ’

তিনি আরও বলেন, ‘খরচের কথা বলেন? ৩০ হাজার ১৯৩ কোটি টাকার এ প্রকল্প। প্রকল্পের প্রাইসেস কালেকশন হবেই। ট্যাক্স কালেকশন হবে না? ডলারের মূল্য বাড়েনি? অহেতুক দোষ দেবেন না।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘যারা অপবাদ দেন তাদের আজ বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে বলিনি। বিশ্ব ব্যাংক অবশেষে নিজেরাও স্বীকার করেছে পদ্মাসেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। আর আপনারা অপবাদ দিচ্ছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা মোকাবিলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন ও সম্মেলনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরের কোন্দল মিটিয়ে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে।’

৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ৬ বছর নির্বাসনে থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দেশের মাটিতে পা রেখেই কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে শেখ হাসিনা সারা দেশে ঘুরছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে গোটা জাতিকে কলঙ্কমুক্ত করা গেছে।’ বঙ্গবন্ধুকন্যা প্রত্যাবর্তন করেছিলেন বলেই সকল ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ হয়েছে বলে মনে করেন তিনি।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন