বিজ্ঞাপন

ঝড়ে নৌকাডুবি, জীবন দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

May 19, 2022 | 11:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: দিরাইয়ে ঝড়ের কবলে পড়ে ধানবোঝাই নৌকা ডুবে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ি থেকে ছোট নৌকা দিয়ে ধানবোঝাই করে বাজারে যাওয়ার পথে হঠাৎ ঝড়ের কবলে পরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছোট নৌকা দিয়ে কিছু শুকনো ধান ভাঙাতে কার্তিক রঞ্জন তালুকদার তার ১১ বছরের ছেলে অনুপকে সঙ্গে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়।

এসময় তিনি পানিতে ছেলেকে উঁচু করে ধরে রাখেন এবং চিৎকার করতে থাকেন। বিষয়টি পাড়ে থাকা স্থানীয় লোকজন দেখতে পেলে সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে ছেলেটিকে উদ্বার করতে পারলেও বাবা নিখোঁজ হয়ে যান।

বিজ্ঞাপন

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় জাল দিয়ে পানির নিচ থেকে বিকাল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন