বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টে জাল কোর্ট ফি ও স্ট্যাম্প উদ্ধারে অভিযান, আটক ৩

May 19, 2022 | 8:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ফাইলিং ও এফিডেভিট শাখায় কোর্ট ফি জালিয়াতি এবং নকল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধারে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের সহযোগিতায় সড়ক ভবন ও সুপ্রিম কোর্ট বার ভবনে এ অভিযান পরিচালনা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আটক তিন জন হলেন— ভেন্ডার ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৭), মো. মনির হোসেন (৪০) ও সরবরাহকারী জাকির হোসেন (৩০)।

পরে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে জাল কোর্ট ফি ব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক ও ট্রেজারির সঙ্গে যোগাযোগ করে আসছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ জাল শনাক্তকারী মেশিনের সাহায্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ফাইলিং ও এফিডেভিট শাখা থেকে কোর্ট ফি নমুনা সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এরপর সিআইডি’র দু’টি বিশেষ টিম সুপ্রিম কোর্টের সড়ক ভবনের ফাইলিং, এফিডেভিট শাখা ও সুপ্রিম কোর্ট বার ভবনের ভেন্ডার ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায়। অভিযানে জাল কোর্ট ফি উদ্ধার, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ওই তিন জনকে আটক করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন