ছবি: বিবিসি
May 21, 2022 | 11:21 am
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের ১১টি দেশে ৮০ জন মানকিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর বিবিসি।
কোনো দেশের নাম উল্লেখ না করে ডব্লিউএইচও জানিয়েছে, সন্দেহভাজন আরও ৫০ জনের বিষয়ে পর্যালোচনা চলছে।
এর আগে, ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে এ ভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছিল। সর্বশেষ একজন মানকিপক্স রোগী শনাক্তের কথা জানিয়েছে নেদারল্যান্ডস।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বিরল এই ভাইরাসজনিত রোগে হালাকা ধরনের উপসর্গ দেখা দেয় এবং কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহয়ে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক জনগণকে সংক্রমিত করার সম্ভবনাও কম।
মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মানকিপক্স রোগী সবচেয়ে বেশি দেখা যায়। এ ভাইরাসের প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে গুটি বসন্তের ভ্যাকসিন এই ভাইরাস প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। কারণ এই দুটি ভাইরাসের গঠন প্রায় একই রকম।
সারাবাংলা/এনএস