বিজ্ঞাপন

‘ডিসেম্বরের মধ্যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শেষ হবে’

May 21, 2022 | 6:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মুন্সীগঞ্জে নির্মাণাধীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার (২১ মে) সকালে ইছামতী নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী বলেন, ‘মুন্সীগঞ্জের সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পটি, প্রধানমন্ত্রীর প্রায়োরিটি প্রকল্প হিসেবে নিয়েছি। করোনাভাইরাস মহামারি ও বিভিন্ন কারণে প্রকল্পের কাজ কিছুটা থেমে গেলেও বর্তমানে প্রকল্পের কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে মুদ্রণ শিল্প ও প্লাস্টিক শিল্প দু’টি প্রকল্প সমীক্ষা হয়ে গেছে। এই প্রকল্পগুলো ঘিরে মুন্সীগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে। এ অঞ্চলের লোকজন কেউ কর্মবিহীন থাকবে না। মুন্সীগঞ্জে ঘিরে বাংলাদেশে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে। একে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।’

এসময় উপস্থিত ছিলেন- বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, শিল্পসচিব জাকিয়া সুলতানা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন