বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় সরকার গড়ার পথে লেবার পার্টি

May 21, 2022 | 6:38 pm

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে লেবার পার্টি। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যান্টনি আলবেনিজ। বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। শনিবার (২১ মে) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। দিন শেষে দেখা গেছে, বিপুল ব্যবধানে এগিয়ে লেবার পার্টি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার তিনটি প্রধান সংবাদ নেটওয়ার্ক এবিসি, সেভেন নিউজ ও স্কাই নিউজ নির্বাচনে অ্যান্টনি আলবেনিজের এগিয়ে থাকার খবর প্রকাশ করেছে। কোনো দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক আসন ৭৬টি এখনও নিশ্চিত করতে পারেননি বলেও সংবাদ প্রকাশ করেছে এসব নেটওয়ার্ক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্কট মরিসন নেতৃত্বাধীন লিবারেল ন্যাশনাল কোয়ালিশন সরকার গঠনের কোনো সুযোগ নেই, কেননা ফলাফলের অপেক্ষায় থাকা আসনগুলোতে জয় পেলেও ম্যাজিক নম্বর ৭৬ স্পর্শ করতে পারবে না দলটি।। ফলে স্কট মরিসনের বিদায় চূড়ান্ত হয়ে গেছে বলে মত নির্বাচন বিশ্লেষকদের। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণেও পরাজয় স্বীকার করেছেন স্কট মরিসন।

জানা গেছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অ্যান্টনি আলবেনিজের নেতৃত্বে লেবার পার্টি ৭২টি আসনে জয় পেয়েছে। আর চারটি আসনে জয় পেলেই এককভাবে সরকার গড়তে পারবে লেবার পার্টি। এমনকি আর কোনো আসনে জয় না পেলেও জোট গড়ে সরকার গঠনের প্রথম সুযোগ পাবে লেবার পার্টি। অন্যদিকে, স্কট মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন এখন পর্যন্ত ৫১ আসনে জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে ১৫১ আসন রয়েছে। সরকার গড়তে প্রয়োজন ৭৬টি আসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন