বিজ্ঞাপন

‘এখনই বাড়ছে না তেলের দাম’

May 23, 2022 | 6:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গ্যাস, বিদ্যুতের দাম বাড়লেও এখনই তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে তেলের পরিস্থিতি পরিবর্তন হলেও এখানে যেভাবে আছে, সেভাবেই স্টেবল রাখতে চাই।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘সারা পৃথিবীতে তেল ও গ্যাস পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। এটা চিন্তা করতে হবে। সকালে এক দাম, আবার বিকেলে আরেক দাম। এবং তা সবসময় অতিরিক্ত। এই ২০ টাকা বেড়েছে তো দুই টাকা কমেছে। এটা নিয়ে তো আমাদের ভাবলে হবে না। আমরা স্টেবল রাখতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের দাম আমরা এখনই সমন্বয় করতে চাই না। এমনকি কমাতে বা বাড়াতেও চাই না। জাস্ট স্টেবল রাখতে চাই।’

বিজ্ঞাপন

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে চ্যালেঞ্জ রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ থাকলে তো বিশ্ববাজারে দাম বেড়ে যাবে। তখন আবার একটা খারাপ অবস্থা হবে। কারণ ইতোমধ্যে আমরা ফিল করছি তেলের সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা আছে। জাহাজ পাওয়া যাচ্ছে না। তিন থেকে চারগুণ বেড়েছে জাহাজের ভাড়া। এটা মনে রাখতে হবে। এই মুহূর্তে সমন্বয়ের দিকে যাচ্ছি না। বিশেষ করে তেলের দামের দিকে। যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে হয়তো যাব।’

এ সময় তিনি জানান, অপরিশোধিত তেল বিক্রি করতে রাশিয়া একটি প্রস্তাব দিয়েছে। রাশিয়ায় তেলের দাম কম। আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা সেটা যাচাই-বাছাই করে দেখছি। এটা করবে বিপিসি।’

এলসি খোলার বিষয়ে একটা জটিলতা ছিল, সেটা কেটে গেছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন