May 24, 2022 | 2:30 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর শহীদ মিনার, হাইকোর্ট ও শহিদুল্লাহ হলের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে নিয়ে করা কটুক্তির প্রতিবাদে গতকাল প্রেস ক্লাবে সমাবেশ করা হয়। সেখানে আমরাও অংশ নেই। এজন্য ঢাবির ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে গতকাল শোডাউন করে। সেই ঘটনার প্রতিবাদে আজ আমরা ঢাবির সাংবাদিক সমিতির দিকে যাচ্ছিলাম। ঢাবিতে সংবাদ সম্মেলনও করার কথা ছিলো আমাদের। এর আগেই তারা আমাদের উপর আক্রমণ চালায়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু রাফসান ইয়াইয়া সহ বেশকিছু নেতাকর্মী আহত হন।
ঢাকা মহানগর পশ্চিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রাবণের বিরুদ্ধে করা মামলার আগাম জামিনের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। তারা হাইকোর্টের সামনে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর আক্রমণ চালায়। লাঠি, রড দিয়ে তাদের মারধর করতে শুরু করে। ইটপাটকেলও ছুঁড়ে তারা। এতে তাদের নেতাকর্মীরা আহত হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, ছাত্রদলের একটা গ্রুপ ঢাকা মেডিকেল সংলগ্ন ইমারজেন্সি রাস্তায় একটি মিছিল বের করে। শহীদ মিনারের দিকে আসতে থাকে। তখন ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে এদের মধ্যে কেউ গুরুতর নয়।
সারাবাংলা/এসএসআর/এসএসএ