বিজ্ঞাপন

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

May 24, 2022 | 4:03 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের উভয় পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) স্থানীয় গণমাধ্যম ইরনা এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কেন্দ্রীয় শহর ইসফাহানের কাছে আনারক প্রশিক্ষণস্থলে বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ চিহ্নিত করতে তদন্ত চলছে।

ইরানের ইস্পাহান প্রদেশের এক কর্মকর্তা ইরনা নিউজকে জানান, বিমানটি মরুভূমিতে গোলাবর্ষণের অনুশীলন করছিল। সকাল সাড়ে ৮টার দিকে এটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য যে, ইরানের সামরিক বিমান বহরের বেশিরভাগ বিমানই পুরনো। ১৯৭৯ সালে দেশটিতে বিপ্লবের পরে উন্নত প্রযুক্তিসম্পন্ন বিমান কিনতে পারেনি দেশটি। বিপ্লবের আগে কেনা পশ্চিমা বিমানগুলোর যন্ত্রাংশও কিনতে পারে না তেহরান। ফলে ইরানের সামরিক বিমান প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানের একটি এফ-৫ বিমান বিধ্বস্ত হয়েছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন