বিজ্ঞাপন

চবিতে উদীচীর দায়িত্বে ইউসুফ-পার্থপ্রতিম

May 24, 2022 | 11:05 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কবি ইউসুফ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে পার্থপ্রতিম মহাজন দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয় শাখার অষ্টম সম্মেলনে ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সবসময় তার ওপর ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছে। সে কারণেই রাষ্ট্র কর্তৃক উদীচী একমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে একুশে পদক সম্মানে ভূষিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক আন্দোলন যদি গড়ে তোলা না যায়, তাহলে ভালো মানুষ গড়ে তোলা সম্ভব নয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম হোসেন হাবিব, সংগীত বিভাগের শিক্ষক মিশকাতুল মমতাজ,  মারজিয়া খাতান, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আনিসুর রহমান, চলচ্চিত্র ও চারুকলা বিভাগের সম্পাদক চলচ্চিত্র নির্মাতা , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক প্রদীপ ঘোষ।

বিজ্ঞাপন

আগামী ২, ৩ ও ৪ জুন রাজধানী ঢাকায় হবে উদীচীর ২২তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে সফল করার জন্য দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে উদীচী।

সারাবাংলা/সিসি/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন