বিজ্ঞাপন

বাজেটে সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

May 26, 2022 | 4:55 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব শ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগামী বাজেটে নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নেওয়া হয়েছে। যখন কোনো সিদ্ধান্ত আসে তখন অনেকেই সুবিধাভোগী হন। এখন যদি বড় কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে মুল লক্ষ্য থাকে যে, এখানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কি না। সামাজিক ক্ষেত্রে কোনো সুবিধা থাকে কি না সেটি দেখা হয়। সুযোগ দিলে যদি কোন ভালো কিছু হয় উপকারভোগী হবেন প্রান্তিক জনগোষ্ঠী। এদেরকেই আমরা প্রাধান্য দিয়েছি।’

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে বাজেট হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপস অ্যান্ড ডাউন সারাবিশ্বেই হচ্ছে। ধনী দরিদ্র কোনো দেশে এর বাইরে নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে, মূল কাজ হবে স্টাবিলাইজেশন। আমরা বিভিন্ন পলিসির মাধ্যমে এটিকে একটি জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের গ্রোথও দরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমেরিকায় ৪০ বছরে যেটা হয়নি সে পরিমাণ ইনফ্লেশন হয়েছে। প্রতিটি দেশেই প্রায় একইরকম অবস্থা। মার্কেট ইকোনমিতে যে সুবিধা পাওয়া যায় একইভাবে কোনো সমস্যা হলে সারাবিশ্বে সেটি ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করি যাতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়।’

গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে সেটি আত্মঘাতী হবে- ব্যবসায়ীদের এমন প্রতিক্রিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাও সেটি বুঝি। দাম বাড়ালে তো অবশ্যই কোনো না কোনোভাবে কারও কারও ওপর সেটির ইম্প্যাক্ট পড়ে। আমরা চাই সেই ইম্প্যাক্ট যেন কম পড়ে। সব জিনিস যেন সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থা করব। সেজন্য সরকার নিজেই কনজ্যুমারের সঙ্গে এটি শেয়ার করে নিচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন