বিজ্ঞাপন

‘শিক্ষাঙ্গনে অরাজকতা করে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা হচ্ছে’

May 29, 2022 | 1:19 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা জাতীয় রাজনীতিতে এক ধরনের অরাজকতার সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের অভিপ্রায় বাস্তবায়িত হবে না।’

বিজ্ঞাপন

রোববার (২৯ মে) সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা অতীতে এই দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না।’

এখনও অপচেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে, সেভাবেই চেষ্টা করছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন