বিজ্ঞাপন

সাংবাদিক সেজে খুনের সাজা এড়ানোর ফন্দি!

May 30, 2022 | 10:45 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : ৩০ বছর আগে চট্টগ্রাম নগরীতে এক যুবলীগ নেতাকে খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে ওই আসামি তার আসল পরিচয় লুকিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।

গ্রেফতার মো. শাহিদ প্রকাশ শহিদ (৫২) নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে।

১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগ নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায় হয়েছে গত ২২ মার্চ। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

নিহত জসীমের ছোট ভাই রেজা উদ্দিন নয়ন সারাবাংলাকে বলেন, ‘আমার ভাই জনপ্রিয় যুবলীগ নেতা ছিল। শহিদ তখন ছাত্রদল করত। পরবর্তীতে বিএনপি করত। রাজনৈতিক বিরোধের কারণে শহিদের নেতৃত্বে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার ভাইকে খুন করেছিল।’

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘রায় ঘোষণার পর পলাতক শহিদের বাসার ঠিকানা অনুযায়ী আমরা গ্রেফতারি পরোয়ানা পাই। পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে আজ (সোমবার) সন্ধ্যায় আমরা তাকে গ্রেফতার করেছি।’

‘হত্যাকাণ্ডের পরও শহিদ গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন। গত কয়েক বছর ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় বসবাস শুরু করেন।’

বিজ্ঞাপন

গ্রেফতারের পর শহিদ নিজেকে কথিত পত্রিকা এমটিভি ডটনেটের সহ সম্পাদক এবং দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো প্রধান পরিচয় দিয়েছেন বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন