বিজ্ঞাপন

গুরুতর আহতদের ঢাকায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

June 5, 2022 | 4:30 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের হেলিকপ্টারে করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট স্থানান্তরে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুন) বিকেলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যারা গুরুতর আহত তাদেরকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট আনার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

আরও পড়ুন
সীতাকুণ্ডের বিস্ফোরণে আহতদের পাশে ছাত্রলীগ
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, আহত শতাধিক
সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩২
সীতাকুণ্ডে হতাহতদের জন্য ক্রিকেটারদের সাহায্য প্রার্থনা
সীতাকুণ্ডে বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ ৩ জন বার্ন ইনস্টিটিউটে
‘হাইড্রোজেন পার-অক্সাইড ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আসছে না’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন