বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশাবাদি তাইজুলদের গুরু

June 7, 2022 | 9:24 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ছুটি নিলে মনে করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহেল ইসলাম হয়তো দলের সঙ্গে যাচ্ছেন। শেষ পর্যন্ত জানা যাচ্ছে, দলের সঙ্গে যাচ্ছেন না দেশের পরিচিত এই স্পিন বোলিং কোচ। সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘খরচ কমানো’র চেষ্টার কারণেই হয়তো যাওয়া হচ্ছে না সোহেলের। তবে না গেলেও শিষ্যদের জন্য সোহেলের দীক্ষা ঠিকই থাকছে।

বিজ্ঞাপন

২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছিল সোহেলের কাঁধে। বাংলাদেশের স্পিনাররা দারুণ পারফর্ম করেছিলেন ওই সফরে। এখন অভিজ্ঞতা যেহেতু আরও বেড়েছে সোহেল মনে করছেন, এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশি স্পিনাররা আরও বেশি সাফল্য পাবেন।

কয়েকভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দুই ধাপে গেছেন বেশ কয়েকজন। তাইজুল ইসলামসহ কয়েকজনের রওনা দেওয়ার কথা পরশু।

মঙ্গলবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাইজুল ইসলামকে খানিকক্ষণ বোলিংয়ের তালিম দিয়েছেন সোহেল। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘অবশ্যই আমি বলবো যে, আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করি, সেটা ২০১৮ তে; এখন ২০২২। তো এই ছেলেগুলোই সেখানে গিয়েছিল টিমের সঙ্গে, তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। তো এদের আসলে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে চার বছরের মধ্যে। তারা এই সময়ের ভেতর দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে।’

বিজ্ঞাপন

কীভাবে স্পিনে সাফল্য মিলবে তার একটা বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন সোহেল। বলেন, ‘ওখানকার উইকেট একটু পেস বোলিংবান্ধব থাকে। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে। স্কিড থাকে। তো আমাদের পিচে বল করলে বল স্কিড করে। আর ওখানে দেখা যায় যে আপনি যদি ওই লেন্থে বল করেন তো ইজি ব্যাকফুটে খেলা যায়। দেখা যায় যে ওখানে লেন্থ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকা লাগে। আসলে এ জিনিসগুলো টেকনিক্যাল জিনিস, এগুলো মানিয়ে নিয়ে এগোতে হয়।’

আর কীভাবে দ্রুত সময়ের মধ্যে মানিয়ে নেওয়া যায় আজ অনুশীলনে সেটাই বুঝানোর চেষ্টা করেছেন তাইজুল ইসলামকে। সোহেল বলেন, ‘কীভাবে মানিয়ে নিতে পারে.. এই ট্যাকটিকাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সাথে সাথে কিছু টেকনিক্যাল জিনিস নিয়েও আমরা কাজ করছিলাম যে, ওখানে আসলে কীভাবে বল করলে বা কোন লেন্থে বল করলে সফল হওয়া সম্ভব। এসব বিষয় নিয়েই কাজ করছি।’

সবকিছু ঠিক থাকলে এবারের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজটি শুরু হবে প্রথমে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা আগামী ১৬ জুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন