Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২০

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৪:০৭

ঢাকা: সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপতে আগুনে দগ্ধের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন রোগী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। এদের মধ্যে এক জন আবার লাইফ সাপোর্টেও রয়েছে। দুই জন আইসিইউতে আছে। বাকিরা বাইরে আছে। তবে তাদের কারো অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সোয়া ১২টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা.সামন্ত বলেন, বর্তমানে বার্ন ইস্টিটিউটে ২০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আইসিউতে থাকা এক জনের অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বাকিরা যারা বাইরে আছেন, তারা স্ট্যাবল আছে। তবে বার্নের রোগী চার শতাংশ হোক আর ১২ শতাংশ হোক যতক্ষণ পর্যন্ত বাড়ি না যাবে ততক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা যাবে না।

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে চোখে আঘাতপ্রাপ্ততের দেখতে চক্ষু চিকিৎসকদের একটি টিম নিয়ে চট্টগামে গিয়েছিলাম। সেখানে তাদের চিকিৎসা দিয়েছি। এই অগ্নিকাণ্ডে দেহের অন্যান্য অঙ্গের সঙ্গে চোখে আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে ছয় জন খারাপ ছিল। সেই ছয়য় জনকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দুই জনের দগ্ধ থাকায় গতকাল তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’

ডা. দ্বীন মোহাম্মদ বলেন, ‘বার্নের রোগী দেখলাম। চমৎকারভাবে ম্যানেজ করেছে এখানকার চিকিৎসকরা। প্রত্যেকটা রোগীর চোখের কর্নিয়াসহ কয়েক জায়গায় আঘাত আছে। এই জন্য তাদের দৃষ্টিশক্তি ঝাপসা হচ্ছে। চোখের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় সে জন্য ঢাকা মেডিকেল চক্ষু বিভাগ ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট একসঙ্গে কাজ করছে। চোখের জন্য একটি স্লিপলেন্স নিয়ে আসা হবে। যেটা দিয়ে চোখের মধ্যে ভালভাবে দেখা যায়। আশা করছি যাদের চোখে ঝাপসা হচ্ছে, সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন

বিশেষ অতিথি অপি করিম
১ মে ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর