বিজ্ঞাপন

তৈরি পোশাকের মতোই কর সুবিধা পাবে রফতানিমুখী কারখানা

June 9, 2022 | 9:17 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তৈরি পোশাক শিল্পের মতোই রফতানিমুখী অন্যান্য শিল্পের জন্য ১২ শতাংশ এবং ১০ শতাংশ কর হার রাখার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাকের বিদ্যমান প্রযোজ্য করহারের ক্ষেত্রে সাধারণ ফ্যাক্টরির জন্য ১২ শতাংশ এবং গ্রিন ফ্যাক্টরির জন্য ১০ শতাংশ কর হারের বিধান প্রচলিত রয়েছে। রপ্তানি খাতে পণ্যের বৈচিত্র্যকরণকে উৎসাহ প্রদান ও সকল ধরনের রপ্তানি শিল্পকে সমতাভিত্তিক সুবিধা প্রদানের নিমিত্তে গার্মেন্টসের মতো অন্যান্য পণ্য বা সেবা রপ্তানি খাতকে হ্রাসকৃত কর হার সুবিধা তথা সাধারণ শিল্পের জন্য ১২ শতাংশ এবং গ্রিন শিল্পের জন্য ১০ শতাংশ কর হারের প্রস্তাব করছি।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন