বিজ্ঞাপন

ভ্যাটের আওতা বাড়াতে ৬ প্রস্তাব অর্থমন্ত্রীর

June 10, 2022 | 12:31 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাজেট ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ফলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সরকারের আয় বাড়ানোর জন্য মূল্য সংযোজন করের (মূসক) আওতা বাড়াতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ জন্য ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাবগুলো তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি তিনি প্রস্তাবিত বাজেট পেশ করেন।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মূল্য সংযোজন কর আদায় কার্যক্রমে তদারকি নিশ্চিত করা এবং রাজস্ব আদায় বাড়ানোর জন্য এ সংক্রান্ত আইন ও বিধিতে কিছু সংশোধনের প্রস্তাব পেশ করছি। এই প্রস্তাবগুলো হলো—

(ক) আন্তর্জাতিক পরিবহন সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে বৃহৎ পরিসরে শূন্যহারের সুবিধা বলবৎ রয়েছে। ফলে মাঠ পর্যায়ে প্রায়োগিক সমস্যার উদ্ভব হচ্ছে। তাই এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করছি;

(খ) ভ্যাট খেলাপি প্রতিষ্ঠানের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে মূসক কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করার বিধান আইনে সন্নিবেশ করার প্রস্তাব করছি;

বিজ্ঞাপন

(গ) বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়া আরও বেশি কার্যকর করার লক্ষ্যে উচ্চ আদালতের অনিষ্পন্ন মামলাগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় আনার প্রস্তাব করছি;

(ঘ) ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা’-এর মতো ‘কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টদের’ বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান সংযোজনের প্রস্তাব করছি;

(ঙ) বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে নিষ্পত্তি করা বিষয়ে কোনো তদন্তকারী সংস্থা কোনো তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে বিধান সংযোজন করার প্রস্তাব করছি; এবং

(চ) বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় দাখিল করা বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের সঙ্গে ক্রেডিট রেটিং এজেন্সির রিপোর্ট পর্যালোচনা করার প্রয়োজন হয়। তাই, আইনে মূসক কর্মকর্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্যে সহায়তাকারী হিসেবে ক্রেডিট রেটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করার বিধান সংযোজনের প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সারাবাংলা/ইএইচটি/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন