বিজ্ঞাপন

‘জিটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

June 11, 2022 | 8:33 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

রোববার (১২ জুন) এগারতম বর্ষে পা রাখতে চলেছে দেশের দর্শকনন্দিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘জিটিভি’। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার। এর মধ্যে রয়েছে একক নাটক, জনপ্রিয় বাংলা ছায়াছবি ও বিশেষ অনুষ্ঠান।

বিজ্ঞাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বাংলা ছায়াছবি ‘দেবী’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বাংলা ছায়াছবি ‘দেবী’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচারিত হবে একক নাটক ‘তোমার আকাশে গাংচিল’। ইমন সাদীর পরিচালনায় এতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, দোলন দে ও নওরোজ সিফাত। প্রচারিত হবে রোববার (১২ জুন) রাত ৯টায়।

প্রচারিত হবে একক নাটক ‘তোমার আকাশে গাংচিল’

প্রচারিত হবে একক নাটক ‘তোমার আকাশে গাংচিল’

‘তোমার আকাশে গাংচিল’ নাটকের গল্পে দেখা যাবে, সাইফ ও মৌ-এর বিয়ে হয়েছে ৩ বছর। অফিস থেকে ছুটি নিয়ে তারা বেড়াতে যায় জাফলং-এ। ঘোরা-ফেরা ভালোই চলছিলো। কিন্তু হঠাৎ করেই দেখা হয়ে যায় সাইফের সাবেক প্রেমিকা রাখির সঙ্গে। আর রাখি এসেছে জাফলং-এর পাহাড়, নদী, চা বাগানের ছবি তুলতে। সাইফকে দেখে চমকে যায় রাখি। কারণ রাখি সাইফকে জীবনের চেয়ে বেশী ভালোবাসতো, কিন্তু সাইফ রাখির ভালোবাসার কোন মূল্য দেয়নি। তাই সাইফকে পেয়ে রাখি প্রতিশোধ নিতে চায়। এইদিকে মৌও সাইফকে খুব ভাবলাবাসে, এমনই কিছু ঘটনা নিয়ে এগিয়ে ‘তোমার আকাশে গাংচিল’ নাটকটি।

বিশেষ অনুষ্ঠান ‘বছর জুড়ে ক্রিকেট’

বিশেষ অনুষ্ঠান ‘বছর জুড়ে ক্রিকেট’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানমালায় রয়েছে সকাল ১০টা ১৫ মিনিটে বিশেষ বাংলা ছায়াছবি ‘চার অক্ষরের ভালোবাসা’, দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ বাংলা ছায়াছবি ‘দেবী’, সন্ধ্যা ৬টায় বিশেষ অনুষ্ঠান ‘প্রিয় দর্শক’ এবং রাত ৭.৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বছর জুড়ে ক্রিকেট’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন