বিজ্ঞাপন

দেশের টেক্সটাইল প্রোডাক্ট আন্তর্জাতিকভাবেও সমাদৃত: পাটমন্ত্রী

June 16, 2022 | 4:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধি লাভ করছে। সর্বোচ্চ গুণগতমান বিচারে এরইমধ্যেই দেশের টেক্সটাইল প্রোডাক্ট আন্তর্জাতিকভাবেও সমাদৃত। তাই এ শিল্পটির ওপর সরকারের সুনজর আছে। এই শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ সব কথা বলেন। এ সময় ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড  অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কে. আই. হোসেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ  এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বস্ত্রশিল্পের অবদান তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ খুব কম সময়েই টেক্সটাইল শিল্পে উন্নয়ন ঘটিয়েছে। যা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য ইতিবাচক।’

বিজ্ঞাপন

ইনটেক্স প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এমন প্রদর্শনীর গুরুত্ব অনেক। এই প্রদর্শনীর ফলে বাংলাদেশের প্যাশন ও ফ্যাশন ভিন্ন ভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। যা বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্বও করছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।’

তিনি আরও বলেন, ‘ইনটেক্স দক্ষিণ এশিয়া বাংলাদেশ প্রদর্শনীর মাধ্যমে দেশের বস্ত্রশিল্পের উন্নয়নের দ্বার আরেক ধাপ এগিয়ে গেল। এতে করে বাংলাদেশের বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বস্ত্র ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হলো। যা দেশের বস্ত্রশিল্পের জন্য একটি বড় সুসংবাদ।’

দেশের বিনিয়োগ পলিসি শিল্পবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার যে বিনিয়োগ পলিসি প্রণয়ন করেছে তা শতভাগ শিল্প ও বিনিয়োগবান্ধব।’

বিজ্ঞাপন

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইনটেক্স সাউথ এশিয়া। তিনদিন ব্যাপি এই মেলা ১৬ জুন শুরু হয়ে চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। প্রদিতিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রর্দশনী চলবে। এই প্রদর্শনীর আয়োজক ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন এন্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড। করোনা ভাইরাস মহামারির পর আবারও সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন। মহামারি পর এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল খাতের এই বৃহৎ প্রদর্শনী অনুষ্ঠান।

ফারুক হাসান বলেন, ‘সারাবিশ্বেই বাংলাদেশ টেক্সটাইল খাতে এক বিশ্বস্ত নাম। মহামারির দুঃসময়েও বাংলাদেশ ধারাবাহিকভাবে বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০২১ সাল থেকেই ক্রমবর্ধমান হারে কাজের আদেশ পাচ্ছে বৈদেশিক ক্রেতাদের কাছ থেকে।’

তিনি বলেন, ‘নতুন অনেক উদ্যোক্তাই এই খাতে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছেন। এমন অবস্থায় সরাসরি ক্রেতা ও সরবরাহকারী আগের লেনদেনের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন।’

বিজ্ঞাপন

প্রদর্শনীতে বাংলাদশে, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান বাংলাদশের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য সর্বশেষ অফার প্রদর্শন করবে।

ইনটেক্স সাউথ এশিয়ার’লক্ষ্য হলো—ক্রেতাদের ব্যক্তিগতভাবে ব্যবসায়িক মিটিংয়ে যুক্ত করে ব্যক্তিগতভাবে সরবরাহকারীদরে সঙ্গে সংযোগ স্থাপনের আগ্রহকে পুনরুজ্জীবিত করা। আয়োজকদের আশাবাদ, ‘ইনটক্সে সাউথ এশিয়া’ উদ্ভাবনী এবং চাহদিামতো পোশাক, ফাইবার ও সুতা, পোশাক শিল্পের জন্য আনুষঙ্গিক সফটওয়্যার ও ইআরপি সলিউশনের ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণে সহায়তার নতুন দ্বার উন্মুক্ত করবে।

সারাবাংলা/জিএস/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন