বিজ্ঞাপন

ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

June 16, 2022 | 6:35 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ত্রিশালে স্ত্রী স্বপ্না বেগম (৩৫) হত্যা মামলায় স্বামী হাবিবুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। হাবিবুর রহমান ত্রিশাল নিগুড়কান্দা নামাপাড়ার মৃত হাজী মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ময়মনসিংহ দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশালের নিগুড়কান্দা নামাপাড়ায় পারিবারিক কলহের জেরে লাঠি দিয়ে আঘাত করে স্ত্রী স্বপ্না বেগমকে হত্যা করে স্বামী হাবিবুর রহমান। পরদিন স্বপ্না বেগমের ছেলে রুবেল ত্রিশাল থানায় মামলা করলে একই এলাকার দক্ষিণপাড়া হতে হাবিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।

মামলাটিতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ এ আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আদালতে সরকারি পক্ষে আইনজীবী ফরিদ আহমেদ ও আসামি পক্ষে মো. মোখলেছুর রহমান কেনান মামলাটি পরিচালনা করেন।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন