বিজ্ঞাপন

ইউপি নির্বাচন নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে প্রাণ গেল ১ জনের

June 16, 2022 | 11:19 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন খুন হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. রমজান (৩৫) ইছানগর গ্রামের বাদশা ফকিরের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত রমজান চরপাথরঘাটা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মো. ইসহাকের সমর্থক ছিলেন। নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে বিজয়ী সাইদুল হক মেম্বারের অনুসারীরা রমজানের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, নিহত ব্যক্তি একজন পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থক ছিলেন। বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় ও ছুরিকাঘাতে তিনি আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, বুধবার (১৫ জুন) কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন