বিজ্ঞাপন

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন মাহি

June 20, 2022 | 3:12 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

সিলেট ও সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। বেশিরভাগ মানুষই খাদ্য, পানি, ওষুধের সংকটে ভুগছে। ওই অঞ্চলের মানুষদের এ সংকটে দেশের নানা পেশার ব্যক্তিরা এগিয়ে আসছেন। পাশে দাঁড়াচ্ছেন নানাভাবে। এবার তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

এ নিয়ে তিনি এক ফেসবুক লাইভ করেছেন। বন্যার্ত মানুষকে সহযোগিতাও করতে চান মাহি। তবে এতো বাজে পরিস্থিতিতে কীভাবে, কোন জায়গায় সহায়তা দেবেন, তা বুঝতে উঠতে পারছেন না নায়িকা।

মাহি বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে নিরাপদ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’

তিনি বলেন, ‘সিলেটে বন্যার যে ভয়াবহ অবস্থা, আমাদের সবার যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট পছন্দ করি। অনেকে সিলেটের সৌন্দর্য দেখতে ঘুরতে গিয়েছেন। আমাদের সবার উচিত তাদের এই দুর্যোগে কিছু করা। শুরু থেকেই আমরা চিন্তা করছিলাম, কী করা যায়। এত বাজে অবস্থা! আমি বুঝে উঠতে পারছি না, এই সময় কীভাবে তাদের পাশে থাকা যায়। এই ব্যাপারে আমাদের সাজেস্ট করুন প্লিজ। আমরা তাদের সহায়তায় এগিয়ে আসতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন