June 20, 2022 | 6:29 pm
টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত। তাতেই বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা জলমগ্ন। ডুবে গেছে অধিকাংশ সড়ক। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি মিলিয়ে জলাবদ্ধ হয়ে পড়েছেন নগরীর লক্ষাধিক মানুষ। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকেছে বসতঘরে। সেখানেও কোথাও হাঁটু পানি, কোথাও পানি ছাড়িয়েছে কোমড়। চলাচলের জন্য তো রীতিমতো নৌকাই ব্যবহার করছেন নগরীর পাঁচলাইশ থানা কাতালগঞ্জ এলাকার বাসিন্দারা। সোমবার (২০ জুন) কাতালগঞ্জ এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
Tags: জলাবদ্ধতা, টপ নিউজ, ভারী বর্ষণ