বিজ্ঞাপন

বন্যার প্রকোপ কমলেও দুর্গন্ধে অতিষ্ট জনজীবন

June 24, 2022 | 9:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: কয়েক দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে লোকজন রয়েছে এবং বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুন) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে এখনো বিভিন্ন উপজেলার অনেক এলাকার রাস্তাঘাট, বাসাবাড়িতে পানি রয়েছে।

এদিকে, শহর থেকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকায় ময়লা পচা আবর্জনা আটকা পড়ে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানিবাহিত রোগবালাই দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

পানিবন্দি পৌর শহরের বাসিন্দারা জানান, শহর থেকে পানি কমলেও এখন দুর্গন্ধের কারণে চলা ফেরা করা যাচ্ছে না। এই ময়লা আর্বজনা গুলো দ্রুত অপসারণ করা দরকার।

পানিবন্দি সখিনা বেগম জানান, বন্যা তাদের সব কেড়ে নিয়েছে। থাকার জায়গাটুকুও নেই।

বিজ্ঞাপন

তবে সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়নি। ১২৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খাবার স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত আছে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন