বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানেও পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

June 25, 2022 | 8:45 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) মাউশি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।

তবে নির্দেশনাটি শুক্রবার রাতে দেওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোগ গ্রহণের জন্য সময় পায়নি। মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ অবশ্য বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।

বিজ্ঞাপন

রোববার সকাল ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সারাবাংলা/টিএস/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন