বিজ্ঞাপন

পল্লি চিকিৎসকদের ডিজিটাল ডাটাবেইজ তৈরির আহ্বান

June 25, 2022 | 8:14 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে পল্লি চিকিৎসকের ডিজিটাল ডাটাবেজ এবং প্রযুক্তি কানেক্টিভিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুন) বেলা ১২ ঘটিকায় পুরানা পল্টনে একটি রেস্টুরেন্টে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ঢাকা মহানগর দক্ষিণ কর্তিক আয়োজিত পরিচিতি সভায় গেস্ট অব অনার এর বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আজ দেশে আনন্দের জোয়ার বইছে, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন এরইমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আজকের এই অনুষ্ঠান থেকে পদ্মা সেতু নির্মাণের সুযোগ্য নেতৃত্বের দাবিদার মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেইসঙ্গে দেশের সব জনগোষ্ঠীকে পদ্মা সেতু নির্মাণে অর্থ সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন,‘ নাগরিকের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকে প্রান্তিক চিকিৎসক ফার্স্ট এইড বা পল্লী চিকিৎসক। কিন্তু দুঃখের বিষয় ডিজিটাল বাংলাদেশের আজ অবধি লাখ লাখ পল্লী চিকিৎসকদের নির্দিষ্ট কোনো ডাটাবেজ নেই। প্রযুক্তিগত জ্ঞান এবং সক্ষমতা সম্পন্ন করেও তাদেরকে গড়ে তোলা হয়নি। একজন প্রান্তিক পর্যায়ে চিকিৎসক ঢাকা বা দেশের অভ্যন্তরে এমনকি বিদেশে থাকা বিশেষজ্ঞগণের সঙ্গে প্রযুক্তির বিন্যাসের মাধ্যমে যেখানে কানেক্টিভিটি গড়ে তুলে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব ছিল সেখানে সেভাবে তারা এখনও কানেক্টিভিটি গড়ে তুলতে পারছে না।’

সংগঠনের নেতাদের উদ্দেশে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা চাইলে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাইতে পারেন। আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পল্লী চিকিৎসকদের ইন্টারনেট কানেক্টিভিটি এর মধ্যে থেকে প্রযুক্তি গত উৎকর্ষ সাধন করতে হবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর এর সভাপতি একরামুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. ইব্রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত মেজবাহউদ্দিন ফরাজী, এসএম এ বারেক, মো. দবিরুল ইসলাম, শারমিন হোসেন বিবি সহ-সভাপতি বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনামদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, প্রধান অতিথি বিশেষ করে হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম চৌধুরী সভাপতি কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম চৌধুরী বলেন পল্লী চিকিৎসক ডাক্তারদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ ওষুধ জনগণ বা রোগীর কাছে না যায়। সেবার মান বাড়াতে হবে।’

দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ সহায়তার কথা উল্লেখ করলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদানের অঙ্গীকার করেন মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন