বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2022 | 3:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট ( মাদক গ্রহণ করে কি না) বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সে জন্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করা হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তজার্তিক দিবস ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হবে। সে আইন অনুযায়ী সেখানেই তাদের ডোপ টেস্ট করা হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘আমরা এরই মধ্যে পুলিশের ডোপ টেষ্ট শুরু করেছিলাম। এরপর প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে চাকরিতে যারা নিয়োগ পাবেন তাদের ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যে সব পরীক্ষা করেন সেখানেও ডোপ টেস্ট করা হবে। এটি ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’

সারাবাংলা/জেআর/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন