বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার

June 26, 2022 | 4:09 pm

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার শহর পূর্ব লন্ডনের একটি নাইটক্লাবে অন্তত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (২৬ জুন) সকালে এনিওবেনি ট্যাভার্নে মৃতদেহগুলো পাওয়া যায়। এছাড়াও বেশকয়েকজন আহত হয়েছে। তবে হতাহতের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। খবর বিবিসি।

বিজ্ঞাপন

দেশটির টেলিভিশন নিউজরুম আফ্রিকা’কে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এখন এটাই বলতে পারি। এ পর্যায়ে কোনো জল্পনা-কল্পনা করতে চাই না।’

দেশটির পূর্ব অঞ্চলের কেপ প্রদেশের এ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মৃতদেহ দেখতে পারেনি স্বজনরা। স্থানীয়রা ঘটনাস্থল বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ইস্টার্ন কেপ’র পুলিশ কমিশনার উমথেথেলি লিলিয়ান মেমে এসএবিসি নিউজকে বলেন, ‘ক্লাবের ভিতরে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

তবে বিবিসি এ ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি। এমনকি এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসএবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার কিনানা সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে বেশিরভাগই ১৮ থেকে ২০ বছর বয়সের যুবক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যম ডেইলি ডিসপ্যাচ জানান, লাশগুলো এমনভাবে পড়ে আছে, যেন তারা মেঝেতে পড়ে গেছে।

ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা নিউজ-২৪’কে জানান, ‘মৃতদেহগুলো কাছাকাছি বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করা হবে।’

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন