June 26, 2022 | 4:49 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নাটোর: লালপুরে পদ্মা নদীর খেয়াঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, লালপুর বাজারসংলগ্ন সদর ইউনিয়নের পদ্মা নদীর কলোনি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা আমিরুল ইসলাম আম্বু ও জাহাঙ্গীর আলমের সঙ্গে বিরোধ শুরু হয়।
এর জেরে রোববার দুপুরে ঘাটসংলগ্ন এলাকায় উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে আম্বু গ্রুপের আম্বুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আম্বুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট এলাকায় পুলিশ মোতায়েনসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সারাবাংলা/এমও