বিজ্ঞাপন

পদ্মা সেতুর নাট খোলা তরুণ সিআইডির হাতে আটক

June 26, 2022 | 7:13 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিয়ে ভাইরাল হওয়া তরুণকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই তরুণের নাম মো. বাইজীদ। তিনি ছাত্রদলকর্মী।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুন) সন্ধ্যায় সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ সারাবাংলাকে বলেন, সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই তরুণকে আটক করা হয়েছে।

এর আগে, রোববার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে এক পাশের একটি রেলিংয়ের নাট খুলছেন এক তরুণ। পরে জানা যায়, তিনি ছাত্রদলকর্মী। পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী এলাকায়।

বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ওই তরুণকে শনাক্ত করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রেজাউল মাসুদ বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন