বিজ্ঞাপন

ঢাবির খ ইউনিটে প্রথম নুয়েল, দ্বিতীয় তাসনিম

June 27, 2022 | 2:04 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: এবারের ভর্তি পরীক্ষায় ৯৬ দশমিক ৫০ নম্বর পেয়ে ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন শিক্ষার্থী নাহানুল কবির নুয়েল । তিনি সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ৯৬.২৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাবিয়া তাসনিম। তিনি বরিশাল সরকারি উইমেন কলেজের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে ৯৬.২৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাবরিন আকতার কেয়া। তিনি সরকারি নাজিমুদ্দিন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর আলাদাভাবে যোগ করে তাবিয়া তাসনিম নম্বর বেশি পাওয়ায় তাকে দ্বিতীয় করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। গত ৪ জুন এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পাস করেছেন ৯ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী।

খ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৫৬ হাজর ৯৭২ জন। সেই হিসেবে আসনপ্রতি প্রার্থীর সংখ্যা ছিলো প্রায় ৩২ জন। তাদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৭৮৮ আসনের জন। গত বছরের তুলনায় এ বছর আসন সংখ্যা কমেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া মোবাইল থেকে ‘DU KHA <Roll No>’ লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ জুলাই থেকে ২১ মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বিষয় নির্বাচন করতে হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল বাছির, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন