বিজ্ঞাপন

ঢামেকে চুরির ইনজেকশনসহ ফার্মাসিস্ট আটক

June 27, 2022 | 6:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ইনজেকশন চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. ইসমাইল হোসেন নামে এক ফার্মাসিস্টকে আটক করেছে র‍্যাব-৩। সোমবার (২৭জুন) দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢামেক হাসপাতালের বহির্বিভাগ মেডিসিন স্টোরের সামনের রাস্তা থেকে ফার্মাসিস্ট ইসমাইলকে আটক করা হয়। হাসপাতালের ১৮০ পিস “ন্যালভান” ইনজেকশন চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনি। আটকের পর তাকে হাসপাতালের পরিচালকের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যায়

হাসপাতালটির সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম জানান, দুপুরে র‍্যাব সদস্যরা এক ফার্মাসিস্টকে আটক করে নিয়ে গেছে। তার সঙ্গে হাসপাতালের সরবারহকৃত “ন্যালভান” ইনজেকশন পাওয়া গেছে। র‍্যাব সদস্যরাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

এদিকে, ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের ফার্মাসিস্ট ইনজেকশনসহ র‍্যাবের হাতে আটক হওয়ার খবরটি শুনেছি। বিস্তারিত এখনো জানি না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন