June 27, 2022 | 10:46 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ থেকে ১২ বছর বয়সীদের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদফতর। জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করে শিশুদের ফাইজার-বায়োএনটেকের প্রস্তুতকৃত ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (২৭ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এই পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।
অধ্যাপক ফ্লোরা বলেন, পাঁচ থেকে ১২ বছর বয়সীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আছে। তারা যেভাবে পরামর্শ দিয়েছে, সেভাবেই ভ্যাকসিন প্রয়োগের কর্মসূচি করা হবে।
তিনি বলেন, জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫-১২ বছর বয়সী শিশুদের নিবন্ধন সুরক্ষা প্ল্যাটফর্মে করে ফেলবেন। যাদের জন্ম নিবন্ধন নেই, তাদেরকে দ্রুত জন্ম নিবন্ধন করে ফেলতে হবে, যাতে আমরা সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি।
তিনি আরও বলেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের উপসর্গ প্রকাশ পাচ্ছে না। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
সারাবাংলা/এসবি/এএম