বিজ্ঞাপন

পথে চলাচলের গিঁট খুঁজে ওভারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

June 28, 2022 | 1:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সারা দেশের পথ থেকে চলাচলের গিঁট খুঁজে বের করে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘রাস্তা চলাচলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য যেখানেই প্রয়োজন সেখানেই ওভারপাস নির্মাণ করতে হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী আরও জানান, সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে আর রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘পানি যাতে অবাধ চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। আর ভাঙা অংশে নতুন করে রাস্তা করা যাবে না। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পুর্নবাসন কাজ করতে হবে।’

এছাড়া কোথাও নৌ রুট থাকলে সেখানে কালভার্ট নয়, ব্রিজ তৈরি করতে হবে। সেই সঙ্গে যেসব শহরে রেললাইন আছে সেখানে রেলওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন