বিজ্ঞাপন

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে বাড়বে নজরদারি

June 29, 2022 | 3:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ইদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবছরই কোরবানির পশুর চামড়া পাচারের বিষয়টি সামনে আসে। এবারও চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হবে।

মন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটগুলোতে কোনো ধরনের নাশকতা যেন না হয় সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাটে যেন কেউ জাল টাকা না দিতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংক জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করবে।

এসময় ইদের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবাইকে মাস্কের ব্যবহার মানতে হবে। পশুর হাটে সবাইকে মাস্ক পরে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইদের আগেই তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হবে বলে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন