বিজ্ঞাপন

পার্টি নিষিদ্ধ করল এয়ারবিএনবি

June 29, 2022 | 6:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ভ্রমণের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি তাদের আওতায় থাকা বাড়িগুলোতে পার্টি বা অনুষ্ঠান আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি, বাড়িতে একসঙ্গে কতজন লোক থাকতে পারবে এ সংক্রান্ত যে সীমা আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এর আগে, করোনা সংক্রমণের মুখে এয়ারবিএনবি এক বাড়িতে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন অবস্থানের সীমা আরোপ করেছিল।

বিবিসি বলছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে এয়ারবিএনবি ২০১৯ সালে প্রথম অস্থায়ীভাবে তাদের আওতায় থাকা অতিথিশালা বা বাড়িগুলোতে পার্টি আয়োজন নিষিদ্ধ করেছিল। এরপর বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এ নিষেধাজ্ঞা বহাল রাখে সংস্থাটি। পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ আসা অনেক কমে যায়। তারই পরিপ্রেক্ষিতে সংস্থাটি পার্টি আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন