বিজ্ঞাপন

‘সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দাম স্থিতিশীল হতে শুরু করেছে’

June 29, 2022 | 7:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল হতে শুরু করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস অতিমারির কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যসামগ্রীর উৎপাদন ও সরবরাহ কমেছে। উপরন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অবনতি ঘটে। ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখা দেয় এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে দ্রব্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২২ সালের মে মাসে বৃটেনে মুদ্রাস্ফীতি ছিল ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ শতাংশ, ভারতে ৭.৯ শতাংশ এবং তুরস্কে ৫৪ দশমিক ৮ শতাংশ। এ সময়ে বাংলাদেশে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৬.২ শতাংশ। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে।’

বিজ্ঞাপন

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় মাত্র দুই লাখ মেট্রিক টন। অবশিষ্ট ১৮ লাখ মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করে ভোক্তা সাধারণের চাহিদা পূরণ করা হয়। তাই আমদানিনির্ভর এ ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলে দেশীয় বাজারেও এর বিরূপ প্রভাব পড়ে। যুদ্ধ, বন্যা, খরা, জলোচ্ছ্বাসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও পণ্যের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হলে ঘাটতি দেখা দেয়। এছাড়া, বাংলাদেশ যেসব দেশ থেকে ভোজ্যতেল আমদানি করে থাকে সেসব দেশে কোন কারণে পণ্য আমদানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে দেশীয় বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। আর এ কারণেই ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হয়ে থাকে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশ দুটি থেকে পণ্য আমদানিতে সংকট তৈরি হয়েছে। এ কারণে আমদানিনির্ভর পণ্যের দামও বেড়েছে। একই কারণে বেড়েছে ভোজ্য তেলের দামও।’

তবে সরকারের গৃহীত কার্যক্রমের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও স্থিতিশীল হতে শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন