বিজ্ঞাপন

মোবাইল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

July 1, 2022 | 10:03 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর আলমপুরে মোবাইল বিক্রি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েকদিন যাবৎ মোবাইল ফোন বিক্রি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে মামুন মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন