বিজ্ঞাপন

ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিচ্ছে নরওয়ে

July 1, 2022 | 7:39 pm

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। রুশ আগ্রাসনের প্রতিরোধ, মানবিক সহায়তা এবং দেশ পুনর্গঠনের কাজে ব্যবহারের জন্য ইউক্রেন এ অর্থ দিচ্ছে নরওয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের এ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, নরওয়ে ইউক্রেনের বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করে।

তিনি বলেন, আমি এখানে বলতে এসেছি যে ইউক্রেনের লড়াই শুধুমাত্র ইউক্রেনের একার নয়, এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সম্পর্কেও যা আমরা আমাদের বাচ্চাদের আমরা দিতে চাচ্ছি। এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তার বিষয়ে, এটি ইউক্রেনের প্রতিবেশীদের ভাগ্য নির্ধারণ করবে।

১ বিলিয়ন ইউরো সহায়তার ব্যাপারে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২২ সালের বাকি সময় এবং ২০২৩ সালের পুরোটাজুড়ে ইউক্রেনে সহায়তার জন্য ১ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দিচ্ছি। এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আপনাদের নিজেকে রক্ষা করার অধিকার আছে এবং আমাদের অধিকার আছে আপনাদের সাহায্য করার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন